ডোমারে বিজয়ী ফারহানা সুমি, কন্ট্রোল রুমে হামলা প্রতিপক্ষের
প্রকাশিত : ১০:৩৬, ৯ মে ২০২৪
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
পরাজয় মেনে নিতে না পারায় ফলাফল ঘোষণার সময় নির্বাচনী কন্ট্রোল রুমে আতর্কিত হামলা চালায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের ভাই ও সমর্থকরা।
পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া, পুলিশ ও গণমাধ্যমকর্মীর ওপর ইট পাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে উত্তেজিত সমর্থকরা। এসময় পুলিশ ও বিজয়ী চেয়ারম্যান সরকার ফারহানা সুমির অন্তত ২০ জন সমর্থক আহত হন।
এসময় ভেঙে চৌচির হয়ে যায় কন্ট্রোল রুমে থাকা আসবাবপত্র ও থাইয়ের দরজা, জানালা ও দেয়াল। টুকরো কাঁচের আঘাতে আহত হন ভেতরে থাকা অনেক কর্মী। এসময় আহত হয় কয়েকজন পুলিশ সদস্যও।
পরে টানা ৬ ঘন্টার চেষ্টায় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আনসার, পুলিশ, বিজিবি ও র্যাব। এ ঘটনায় পাঁচ জনকে আটকও করেন তারা।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, টেলিফোন প্রতীক নিয়ে সরকার ফারহানা আক্তার সুমি ৩১ হাজার ৪শ’ ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ১শ’ ৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
এএইচ
আরও পড়ুন