ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ড্রামা সিরিজ ‘মূ’র ২৩তম পর্বের কাহিনী সংক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৮ মার্চ ২০২০

একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত চীনা মেগা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। 

১৫ ফেব্রুয়ারি থেকে ড্রামা সিরিজটি একুশে টেলিভিশন প্রচার শুরু করেছে। ৮ মার্চ রাত সাড়ে দশটায় প্রচার হবে ‘মূ’র ২৩তম পর্ব। 

চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু। ওয়াং জুয়ানের চিত্রনাট্যের এই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০১২ সালে সিরিজিটি প্রথম চীনের সরকারি টেলিভিশন (সিসিটিভি)’তে  ‘টার্বুলেন্স অব দ্যা মু ক্লেন’ নামে প্রচারিত হয়। 

২৩তম পর্বে যা থাকছে :
আলিসিও ডাকাত দলের মুখোমুখি হন। কিন্তু শুধু আলিসিওকে নয়, ডাকাতরা হত্যা করতে চায় সবাইকে। অবাক হন রাণির পাঠানো সৈন্যরা। তারা বুঝতে পারেন রাণি সবাইকে হত্যার হুকুম দিয়েছেন। কারণ তিনি কোন প্রমাণ রাখতে চান না। আলিসিও সবাইকে পালিয়ে যেতে বলেন। কিন্তু উপায় নেই! হূয়া ডাকাতের আস্তানা থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়। সংঘর্ষে দুই পক্ষের অনেকেই মারা যায়।

এদিকে ছোট যুবরাজ মূ লং আইন ভেঙে সৈন্যদের সঙ্গে চ্যালেঞ্জ করেন। মহারাজ এই খবর শুনে তাকে ডেকে পাঠান। তার এই অপরাধের শাস্তি হিসেবে মহারাজ তাকে সৈন্যদের চাকর হয়ে থাকার হুকুম দেন।

হূয়া ডাকাত একে একে আলিসিওর সঙ্গে থাকা সবাইকে হত্যা করে। আলিসিও ডাকাতদের হাতে ধরা না দিয়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আর এ সবই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়।

উল্লেখ্য, মিং সাম্রাজ্য ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর চীন শাসন করে।

দেশের জনপ্রিয় এই টেলিভিশন স্টেশনে খবর ছাড়াও প্রচারিত হচ্ছে খবরের বিশ্লেষণধর্মী টকশো অনুষ্ঠান ‘একুশের রাত’। এছাড়াও ‘খোলা জানালা’ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ মতামতসহ দেখতে পাবেন নানা বিশ্লেষণ। 

এ ছাড়াও একুশে টেলিভিশনে রয়েছে বিভিন্ন বিনোদনধর্মী অনুষ্ঠানমালার আয়োজন। রান্না বিষয়ক অনুষ্ঠান- সেরা নারীর সেরা রান্না, মজার টিফিন চাই; কমেডি শো- মামাভাগ্নের বৈঠকখানা; লাইফ স্টাইল বিষয়ক অনুষ্ঠান- বিয়ের রাজকন্যা, রুপ লাবণ্য, প্রবাস জীবন; গানের অনুষ্ঠান- ফোক মোমেন্টেস, মিউজিক এক্সপ্রেস, গানের ওপারে; স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান- হেলদি লাইফ, দ্য ডক্টরস ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি