ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরোউরি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৩ জানুয়ারি ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপ-প্রধান সালেহ আল–আরোউরি নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন নিহত হন।

মঙ্গলবার রাতে দাহিয়ে এলাকায় হামাসের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

৫৭ বছর বয়সী সালেহ আল-আরোউরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধানের পাশাপাশি পশ্চিম তীরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া সংগঠনটির সামরিক বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। 

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও অভিযোগ করার ঘোষণা দিয়েছে লেবানন। 

এদিকে গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন শহরে রাতভর বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। খান ইউনিসের আল-আমাল হাসপাতালে হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

পশ্চিম তীরের বিভিন্ন শহর ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলী সেনারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি