ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ড্র’য়ে শেষ শ্রীলঙ্কা-মালদ্বীপ ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

সাফ সুজুকি কাপ-২০১৮ এর গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা-মালদ্বীপ। শুরুতে কিছুটা এগিয়ে ছিল মালদ্বীপ তবে শেষ পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। ফলে ড্রয়ে শেষ হলো ম্যাচটি। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় খেলাটি।

আক্রমণে দুই দলই প্রায় সমান। মালদ্বীপ যেখানে গোলমুখে শট নিয়েছে ১৩টি, শ্রীলঙ্কা সেখানে ১৪টি শট নিয়েছে। লক্ষ্যে শট দুই দলেরই সমান ৫টি করে। কিন্তু কাজের কাজ তথা গোল করতে ব্যর্থ দুই দলই। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ভারত মহাসাগরের দুই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের ফুটবল প্রতিনিধিরা।

এই ড্র’য়ে ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র দ্বিতীয় স্থানে আছে মালদ্বীপ। অন্যদিকে ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের মিশন শুরু করা ভারত ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের মুখোমুখি হবে ভুটান এবং সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি