ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ড্র করেও শেষ ষোলোতে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪২, ২৩ নভেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে গতরাতে স্বাগতিক জুভেন্টাসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ ড্রয়ে এক ম্যাচ বাকি রেখে গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে মেসি-সুয়ারেজরা।

ম্যাচের প্রথমার্ধে মাঠে নামেননি লিওনেল মেসি। ম্যাচের ১৮ মিনিটে আর্জেন্টাইন তারকা দিবালার শট বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন দুর্দান্তভাবে না ঠেকালে এগিয়ে যেতো জুভেন্টাস। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ পাল্টা-আক্রমণে খেলা হলেও দুই দলের কেউই গোল করতে পারেনি।

বিরতির পর মাঠে নামেন মেসি। ম্যাচের ৬৪ মিনিটে মেসির নেওয়া ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়। চার মিনিট পর বার্সার আরও একটি সুযোগ নষ্ট হয়। এদিকে যোগ করা সময়ে দিবালার আচমকা শট ডানে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে সেভ করে দলকে হার থেকে বাঁচান বার্সা গোলরক্ষক।

এ ড্রয়ে ‘ডি’ গ্রুপে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভালভার্দের শীষ্যরা।

সূত্র : লাইভস্কোর

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি