ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২ নভেম্বর ২০২৪

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাত করেছে সংবিধান সংস্কার কমিশন। শনিবার (২ নভেম্বর) কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সঙ্গে তার মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় কমিটির অন্য সদস্য, অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্তিত ছিলেন। এ সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি