ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ড. কামাল হোসেনের ৮৩তম জন্মদিন আজ

প্রকাশিত : ০৯:৫৬, ২০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৭ সালের ২০ এপ্রিল তিনি বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যায় থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক (সম্মান) এবং ১৯৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল ডিগ্রি লাভ করেন। লিংকনস ইনে বার-অ্যাট-ল অর্জনের পর ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি করেন।

তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২-এর ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তাঁকেও মুক্তি দেয়া হয়। ড. কামাল হোসেন ১৯৯২ সালে গণ ফোরাম গঠন করেন। ১৯৯৩ সালের আগস্ট মাসে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে তিনি এ দলের সভাপতির এবং জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়কের দায়িত্ব পালন করছেন।

জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল দশটায় আরামবাগের ইডেন কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা। সভার শুরুতে ড. কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। ড. কামাল হোসেন সভার সভাপতি হিসাবে এবং জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি