ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ড. সবুর খান এইউএপি’র দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৬, ২৫ নভেম্বর ২০১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্য পেসিফিক (এইউএপি)- এর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি (২০১৯-২০) সালে এ পদে দায়িত্ব পালন করবেন। সংগঠনটির নিয়মানুসারে পরবর্তীতে (২০২১-২২) তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট ও ২০২৩ -২৪ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সমূহের এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের পতাকা না থাকাটা ছিল বেদনার। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত এইউএপি’র ১৬তম সম্মেলনে তিনি এ দায়িত্বে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের সুরারারি ইউনিভার্সিটি অব টেকনোলজির রেক্টর অধ্যাপক ড. ইউরাপং পেয়ারসুয়াং এবং ভারতের হিন্দুস্তান গ্রুপ অব ইনস্টিটিউশনস- এর পরিচালক ও প্রধান নির্বাহী ড. আনন্দ জ্যাকব ভার্গিস। ড. মো. সবুর খান যথাক্রমে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট, প্রথম ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট হিসেবে মোট টানা আট বছর সংস্থাটিতে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ড. মো. সবুর খানের এ দায়িত্ব লাভের ভেতর দিয়ে বিশ্বদরবারে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হল। এখন থেকে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা খুব সহজেই বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পাবে।

প্রসঙ্গত, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উষালগ্ন থেকে একজন প্রথম সারির প্রযুক্তি ব্যবসায়ী হিসেবে নীরবে কাজ করে যাচ্ছেন ড. মো. সবুর খান। দেশ ও দেশের বাইরে দক্ষ আইটি উদ্যোক্তা হিসেবে তার বিচরণ প্রশংসনীয়। ৯০- এর দশকে তিনি ড্যাফোডিল কম্পিউটার্স প্রতিষ্ঠা করেন যেটা কম্পিউটার বিক্রির পাশাপাশি আইসিটির প্রশিক্ষণ প্রদান করত।

১৯৯৩ সালে ড. সবুর খান এ্যাসেমব্লিং কম্পিউটারে প্রবেশ করেন এবং বাংলাদেশে প্রথম সুপার স্টোর ধারনার প্রবর্তন করেন। বর্তমানে ড্যাফোডিল গ্রুপে ৩৫ টি প্রতিষ্ঠান আছে। এছাড়া এক ডজনের বেশি বড় প্রকল্পের সঙ্গে জড়িত আছে ড্যাফোডিল।

প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হয় ড্যাফোডিল। ড্যাফোডিল গ্রুপ বর্তমানে স্বাস্থ্য ও ই- কমার্স খাতেও কাজ করছে।

আআ/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি