ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট বৃত্তি পেয়েছে ঢাবি’র ৩ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১ জুন ২০১৭ | আপডেট: ১০:৫২, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম.এ. শ্রেণির তিনজন শিক্ষার্থী ‘জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট বৃত্তি’-২০১৭ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- খুরশীদ আলম, আবদুল্লাহ-আল-মামুন এবং মো. আব্দুল মুহিত।


বৃহস্পতিবার উপ-উপাচার্য (প্রশাসন)-এর  অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এ বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলামের সভাপতিত্বে করেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ হুমায়ুন কবির এবং মো. আবদুর রহিম প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি