ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকার দুই সিটি এলাকায় কাটেনি জলাবদ্ধতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২ মে ২০১৭ | আপডেট: ১২:২৮, ২ মে ২০১৭

দুই বছরে নানা উদ্যোগ নেয়া হলেও ঢাকার দুই সিটি এলাকায় কাটেনি জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলজট। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে সমাধান হবেনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তবে ৮০শতাংশ জলাবদ্ধতার সমাধান হয়েছে বলে দাবী ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। এদিকে জলাবদ্ধতার জন্য ওয়াসার সীমাবদ্ধতাকে দুষছেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী। 

জলাবদ্ধতা নিরসনে রাজধানী ঢাকায় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এরকম চিত্র যেনো নিয়মে দাড়িয়েছে।

যদিও জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার অন্যতম। এতে বছরের বেশ কিছু সময় ধরে সাধারণ মানুষের দুর্ভোগ অসহনীয়।

এর পরও হাজারীবাগ, মীরপুর, যাত্রাবাড়ী, মালিবাগ, বাড্ডা সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়ে গেছে।

তাই কেবল ড্রেনেজ নয় সমস্যার সমাধানে গোড়ায় সংস্কারের তাগিদ দেন নগরবিদরা। খাল গুলোর পূনরুদ্ধার আর কালভার্ট পরিষ্কারের তাগিদ দেন তারা।

তবে জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করছেন, দক্ষিণ সিটি মেয়র ও উত্তর সিটির প্রধান নির্বাহী। শিগগিরই জলাবদ্ধতা কমে আসবে বলেও আশা তাদের।

হাতিরঝিলের পানি নিষ্কাশনের কারনে কাঠালবাগান , ধানমন্ডি সহ কয়েকটি এলাকায় জলজট হচ্ছে বলেও মনে করেন অভিযোগ করেন ঢাকা দক্ষিণের মেয়র।


https://youtu.be/2ErI-NrRsiA


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি