ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার প্রথম মেয়র হাসনাতের সম্মানে আজ দক্ষিণ সিটিতে ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে আজ ১৮ সেপ্টেম্বর রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ছুটি ঘোষণা করেছে।
 
কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার এই ছুটি ঘোষণা করা হয়।     

আদেশে জানানো হয়, ঢাকা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তার প্রতি সম্মান প্রদর্শনার্থে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হলো।

এদিন কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে, হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি