ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২০ জুলাই ২০২২ | আপডেট: ১৩:০৫, ২০ জুলাই ২০২২

কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ অবরোধে প্রায় ৩ ঘন্টা ধরে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুরা ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন আটকে দিলে সকাল পৌনে ৯টা থেকে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকেট দেওয়া হয়। এটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিংসহকারীদের বাকবিতণ্ড হয়। পরে বিক্ষুব্ধ হয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র ৪ মিনিটের মাথায় জানানো হয় সব টিকিট শেষ হয়ে গেছে। এতে হতবাক হন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, মাত্র চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষা দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়ে। এ জন্য তারা রেল লাইন অবরোধ করে।

প্রায় তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি