ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকার ২সিটি করপোরেশনের উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৫ মে ২০১৭ | আপডেট: ১২:৩৬, ৫ মে ২০১৭

গেলো দুই বছরে নাগরিকদের মৌলিক সমস্যা সমাধানে ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, সমস্যা সমাধানের কাছাকাছি যেতে পেরেছেন দুই মেয়র। তবে আরো অনেক কিছু করা যেতো বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও বিশ্লেষকরা। তারা মনে করেন, পরিপূর্ণ নাগরিক সেবা পেতে প্রয়োজন মেট্রোপলিটন সরকার।
দুই হাজার ১৫ সালের ৬ই মে বিভক্ত ঢাকা সিটির দক্ষিনের নির্বাচিত মেয়র হিসেবে সাঈদ খোকন ও উত্তরে আনিসুল হক  দায়িত্ব নেন।
দায়িত্ব নেয়ার পরই নাগরিক সেবায় মনযোগী হয়েছেন, দিয়েছেন অনেক আশ্বাস। গ্রীণ আর ক্লিন সিটি গড়ে জলজট আর যানজট মুক্ত ঢাকা গড়ার প্রত্যয় জানিয়েছিলেন। এরই মধ্যে দক্ষিণে খাল পুনরুদ্ধার, ১২টি খেলার মাঠ উন্মুক্ত করাসহসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। উত্তর সিটির দাবী, দখলে থাকা প্রতিটি খাল পূনরুদ্ধারের কাজ শুরু  হয়েছে। সবুজ শহর গড়তে এরই মধ্যে ৩২হাজার গাছ লাগানো হয়েছে।
দুই মেয়রের দায়িত্ব পালনের দুই বছরে ঢাকার উন্নয়ন কেমন হয়েছে জানতে চাইলে সাধারণ মানুষ  জানান মিশ্র প্রতিক্রিয়া।
তবে নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ মনে করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরো ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ ছিল। যদিও নগর সরকার গঠন ছাড়া সমন্বিত উদ্যোগ সম্ভব নয় বলে মত  তাদের।
৪শ বছরের পুরনো শহর ঢাকা, তাই সমস্যা সমাধানে কিছুটা সময় গেলেও  শিগগিরই নগরীর চেহারা পরিবর্তনের ঘোষনা দেন ঢাকা দক্ষিনের মেয়র। আর উত্তর সিটির প্রধান নির্বাহী জানান আধুনিক নগর গড়তে বাস্তবায়ন হয়েছে নানা প্রকল্প। নেয়া হচ্ছে আরো নতুন প্রকল্প।
২০১৮ সালের মধ্যে ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেছেন তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি