ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন অপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৪২, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন আগামী শনিবার ঢাকায় আসছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তার এই ঢাকা সফর।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসবেন তিনি। রোববার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর অঁলিয়স ফ্রঁসেজে ‘উইমেন ফিল্মমেকার কনফারেন্স’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন অপর্ণা সেন।

সোমবার ১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি। দর্শকরা এই ছবিটি দেখতে পাবেন জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। এদিন বিকেল সাড়ে ৫টায় মিনিটে প্রদর্শিত হবে ‘সোনাটা’।

‘সোনাটা’য় শাবানা আজমি ও লিলেট দুবের সাথে অভিনয় করেছেন অপর্ণাও। মাঝবয়সী তিন নারীর গল্প ‘সোনাটা’। সিনেমাটি মারাঠি সাহিত্যিক এলকুঞ্চওয়ারের ‘সোনাটা’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি