ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের ‘ইনটেক্স সাউথ এশিয়া’ শো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৬ জুন ২০২২

বাংলাদেশে দক্ষিণ এশিয়ার ‘ইনটেক্স সাউথ এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ জুন পর্যন্ত নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এই শো।

ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সম্মানিত অতিথি ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং।

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাষ্ট্রসহ নানা দেশ থেকে ১২০টির বেশি কোম্পানি বাংলাদেশে টেক্সটাইল ও পোশাক শিল্পের সর্বশেষ অফার প্রদর্শন করবে।

এর আগে ২০১৯ সালে বিভিন্ন দেশের ব্যাপক অংশগ্রহণে প্রথম সাউথ এশিয়া ইনটেক্স প্রদর্শনী নগরীতে অনুষ্ঠিত হয়েছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি