ঢাকায় শুরু হচ্ছে পোশাক শিল্পের তিন প্রদর্শনী
প্রকাশিত : ১৮:৫৭, ২২ জানুয়ারি ২০১৮
আগামী ৩১ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে পোশাক শিল্পের সুতা, রঙ, কাপড়, রাসায়নিক দ্রব্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য চারদিন ব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সেমস গ্লোবালের সভাপতি মেহেরুন এন ইসলাম জানান, সেমস গ্লোবাল ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে একই ছাদের নিচে ১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৮, ২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০১৮, ও ৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮ অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে সব ধরনের সুতা, ডেনিম, নিট ফেব্রিকস, ফ্লিস, ইয়ার্ন এবং ফাইবার, কৃত্রিম চামড়া, বাটন, জিপার ও লিনেন ব্যান্ডসহ থাকছে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার।
আয়োজকরা জানায়, এবারের আসরে বেলজিয়াম, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি ও বাংলাদেশসহ ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এবারের প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরকে//
আরও পড়ুন