ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৪ জানুয়ারি ২০২৫

ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি প্রধান কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাদের পাস গ্রহণ করতে হবে। পাস ব্যতীত কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা দেন।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান নির্দেশনায় উল্লেখ করেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ওয়াসায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে–ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতীত প্রবেশ করতে পারবেন না; সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবেন না; আগত ভিজিটরদের অস্থায়ী ডিজিটাল আইডি কার্ড নিতে হবে, যা দৃশ্যমান রাখতে হবে; ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম চালু করতে হবে; ঢাকা ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করতে হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি