ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে যান চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৫ আগস্ট ২০২৪

তিন দিন বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকেই বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত মহাসড়কের একাধিক অংশে সেনাবাহিনীর ২৬ ইসিবির সহযোগিতায় সড়ক সংস্কারের কাজ করছে সড়ক ও সেতু বিভাগ।

লরির হেলপার সবুজ মিয়া বলেন, বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম পর্যন্ত আসি। এরপর থেকে গত চার দিন ধরে যানজটে বসে আছি। গত তিন দিনের যানজটে গাড়ি নিয়ে কোনোভাবেই চট্টগ্রামের দিকে এগোতে পারছেন না তারা। 

কাভার্ডভ্যান চালক শাহজান বলেন, এক হাত যে আগাবো, সেই সুযোগও নেই। রাস্তায় ডাবল লাইন ছাড়াও আড়াআড়ি ভাবে গাড়ি রাখায় যানজটের সৃষ্টি হয়েছে। রাতে দুদিন ডাকাতির খবর পেয়ে ঘুমাতেই পারিনি। দিনে গাড়িতে ঘুমিয়েছি। বন্যার পানিতেই গোসল করেছি। খাবার কিনতে হয়েছে রাস্তার পাশের দোকান থেকে দ্বিগুণ টাকা দিয়ে।

মহাসড়কের বাতিসা এলাকায় কথা হয় লরিচালক সোহরাব হোসেনের সঙ্গে। তিনি বলেন, এখন তো আস্তে আস্তে গাড়ি আগাচ্ছে। গত ছয় ঘণ্টায় দুই কিলোমিটারের মতো এগিয়েছি। অথচ চৌদ্দগ্রাম এলাকার এক জায়গাতেই তিনদিন দাঁড়িয়ে ছিলাম। কী যে কষ্ট, কাউকে বোঝাতে পারছি না।

উজান থেকে নেমে আসা বন্যার পানির স্রোত ও টানা কয়েকদিনের বর্ষণে গত বুধবার থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লার চৌদ্দগ্রামের একাধিক অংশে তীব্র স্রোতে সড়ক-বাঁধ ভেঙে পড়ে। এতে তীব্র যানজটে বিপদে পড়েন হাজারও মানুষ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি