ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট
প্রকাশিত : ১৪:০৯, ২৬ আগস্ট ২০১৭
দেশের উত্তরাঞ্চলে যোগাযোগের মাধ্যম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট আর ভ্যাপসা গরম চরম দুর্ভোগে পড়েছেন ঈদ যাত্রীরা। পথে আটকা পড়ে আছে শত শত কোরবানীর পশু বোঝাই ট্রাক।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়। পরে সেটি সরানো হলে ধীর গতিতে যান চলছিল। যানজটে আটকা পড়ে গরু ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার সকালে থেকে যানজট চন্দ্রা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। এছাড়া উত্তরাঞ্চল থেকে গরু ভর্তি শত শত ট্রাক চলাচল শুরু করে। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ আরও বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভার ব্রিজ এলাকায় রডভর্তি একটি ট্রাক বিকল হয়ে যানজট আরও বাড়িয়ে দেয়। পরে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল করলেও কিছু সময় পর যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট এক পর্যায়ে মহাসড়কের উভয় পাশে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে। রাত দুইটার দিকে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়।
শনিবার সকাল ৯টা পর্যন্ত গাড়ির চাকা ধীর গতিতে ঘুরলেও ৯টার পর চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট এক পর্যায়ে চন্দ্রা এলাকা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।
//আর//এআর
আরও পড়ুন