ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৪ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে পাকিস্তান। এবার সফরের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে সিরিজ বাঁচাতে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।

এ ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হচ্ছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রামে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েন এই অলরাউন্ডার। সাকিবের অনুপস্থিতিতে সবগুলো ম্যাচই হারে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে পাকিস্তান জয় পেলে ঘরের মাঠে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোই জিতেছে পাকিস্তান। এর মধ্যে একটি টেস্ট ড্র হয়। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজে একটি টেস্ট ড্র হয়েছিল।

বাংলাদেশ এখন পর্যন্ত ১২২টি টেস্ট খেলেছে, জিতেছে ১৪টিতে, হেরেছে ৯২টিতে। এর মধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার। বাকি ১৬ টেস্ট ড্র করেছে বাংলাদেশ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি