ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা ত্যাগ করলেন মাওলানা সা’দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৩ জানুয়ারি ২০১৮

তাবলীগ জামাতের একাংশের প্রতিবাদের মুখে দিল্লি তাবলীগের মুরব্বি মাওলানা সা`দ কান্ধলভি ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।

জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

মাওলানা মোহাম্মদ সা’দকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম।

টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার উদ্দেশ্যে গত বুধবার দুপুরে ঢাকায় আসেন মাওলানা সা`দ কান্ধলভি। তার আগমনের বিরোধিতা করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সা’দ বিরোধী তাবলিগকর্মী ও কওমি আলেমদের বিক্ষোভের মুখে এই কয়েকদিন রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করেছেন তিনি। গতকাল শুক্রবার তিনি এই মসজিদে জুমার নামাজে বয়ান করেন। শেষপর্যন্ত বিরোধিতার মুখে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই আজ ফিরে গেলেন সা’দ।

একে// এআর 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি