ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১ আগস্ট ২০২৩ | আপডেট: ০৯:০৪, ১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দীর্ঘ সাত মাস ২৭ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সকাল ৭টা থেকে চলাচল করবে ট্রেন। 

সোমবার (৩১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করবে।

এর আগে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য এতোদিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্টাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।

এদিকে নতুন করে ট্রেন চলাচল শুরু হতে যাওয়ায় উৎসাহের সঞ্চার হয়েছে ওই অঞ্চলের যাত্রীদের মধ্যে। যারা নিয়মিত নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে অফিস করেন তারা যেন আবারো প্রাণ ফিরে পেলেন। অন্য দিকে শহরের প্লাটফর্ম পরিচ্ছন্ন করা হয়েছে ট্রেন চলাচলের জন্য।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি