ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাকা পলিটেকনিকে ১০ ছাত্র গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০১, ৪ জানুয়ারি ২০১৮

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের গুলিতে ১০ ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। পরে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা।

গুলিবিদ্ধরা হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, এস এস শাহ জালাল, মাজহারুল ইসলাম মানিক, নাদিম, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত, রনি ওরফে বাবু, বাসুদেব, সাইফুল ইসলাম এবং বাবলু।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র জানান, বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদের বাধা দিলে সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল ইনস্টিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদের হাতে পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি