ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন

প্রকাশিত : ১৭:১৫, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১৫, ২৩ আগস্ট ২০১৬

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় সেনাসদস্যদের সাথে ছাত্রদের বিবাদের নিন্দনীয় ঘটনার স্মরনে কালো দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় কালো দিবস আলোচনা সভা। আলোচনায় ২০০৭ সালের ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও আটজন ছাত্রকে গ্রেপ্তার করে নির্যাতনকারী সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী ভূমিকা সেদিন গণতন্ত্র বিকাশের পথকে সুগম করেছিল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি