ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়
প্রকাশিত : ০৯:১৪, ১৬ জুন ২০২৪

ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ রয়েছে। গতকাল থেকে গাজীপুরের সকল পোশাক ও শিল্প প্রতিষ্ঠান ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসকের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ভিড় বেড়েছে।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের জটলা রয়েছে। তবে যানজট নেই।
এবারের ঈদ যাত্রা অনেকটাই নিরাপদ ও স্বস্তিতে যাচ্ছেন মানুষ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। কিছুটা থেমে থেমে গাড়ী চললেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণ অঞ্চলের মানুষ।
এছাড়া ৪৪ কিলোমিটার সড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে মোতায়েন ছিল ৪শ’ পুলিশ। এদিকে মহাসড়কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এএইচ
আরও পড়ুন