ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল রংপুর। ঢাকা মেট্রোকে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

এর আগে, এর আগে, টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

কেবল ৬৩ রানের লক্ষ্য হলেও রংপুরের জন্য যে সহজ হবে না, তা বোঝাই যাচ্ছিল। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা হলেও ভড়কে যায় তারা। কিন্তু চাপের মেঘ সরিয়ে স্বস্তি এনে দেন আরিফুল হক। অষ্টম ওভার করতে আসা রাকিবুল হাসানকে একটি চার ও ছয় মারেন তিনি। অবশ্য ১১ বলে ১৪ রান করে সেই ওভারেই সাজঘরে ফিরতে হয় তাকে। তবে পরে তানভীর হায়দার (৮*) ও এনামুল হক এনামের (১৪) ব্যাটে চড়ে জয়ের উল্লাসে মাতে রংপুর।

ঢাকা মেট্রোকে শুরুতে আশা দেখানো আলিস আল ইসলাম ১৩ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া  ৪ ওভারে মাত্র ৮ রান খরচে এক উইকেট নেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে ১২ রান খরচে তিনটি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। এছাড়া একটি করে শিকার রবিউল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরিফ আহমেদের।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি