ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর বৃহস্পতিবারের লেনদেন   

প্রকাশিত : ২১:৫১, ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মোট ৩৪৬ টি কোম্পানির ৩৩ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৫৩০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৩৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪৫ টাকা।      

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪.৭৭ পয়েন্ট বেড়ে ৫৯৫০.০১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯৭ পয়েন্ট বেড়ে ২০৪৯.০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (DSEX) ০.১৮ পয়েন্ট কমে ১৩২১.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, আইএফআইসি, ঢাকা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, সিটি ব্যাংক, বিএসসিসিএল, বিবিএস কেবলস ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কন্টিনেন্টাল ইন্সুঃ, ইস্টল্যান্ড ইন্সঃ, বিজিআইসি, ঢাকা ইন্সুঃ, ইউনাইটেড ফাইন্যান্স, মালেক স্পিনিং, সেন্টাল ইন্সুঃ, প্রাইম ইন্সুঃ, এশিয়া ইন্সুঃ ও প্রভাতি ইন্সুঃ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নরদার্ন জুট, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইস্টার্ন কেবলস, আইসিবি ইসলামি ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, সুহৃদ ইন্ডাঃ, সোনালি আঁশ, বঙ্গজ লিঃ ও গ্রীন ডেল্টা মি. ফান্ড।

এসি   

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি