ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবিতে অনলাইনে ক্লাস, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৭ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

সারাদেশে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে।

এক বিজ্ঞপ্তিতে তাপদাহ বা হিট ওয়েব এড়াতে ৭ নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

এতে বলা হয়, কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো।

নির্দেশাগুলো হলো: সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা,  বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

বর্তমানে প্রচলিত শতকরা ১০ ভাগ অনলাইন ক্লাসের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি