ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৫ জুলাই ২০২৪ | আপডেট: ২০:২২, ১৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দোয়েল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে পুলিশের একটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্ববানে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার দুপুর ২টার দিকে ঢাবির বিজয় একাত্তর হলে আন্দোলনকারীদের ছাত্রলীগের নেতাকর্মীরা আটকে রাখে।

এ সময় শিক্ষার্থীরা হল চত্বরে ও গেটের বাইরে অবস্থান করছিলেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের ভেতর থেকে ও বিভিন্ন তলা থেকে জুতা ও ইট নিক্ষেপ করে। প্রথমে শিক্ষার্থীরা পাল্টা জবাব না দিলেও ছাত্রলীগের নেতাকর্মীদের মুহুর্মুহু ইট নিক্ষেপ শুরু হলে পালটা জবাব দেয় আন্দোলনকারীরা।

সন্ধ্যায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নেয়।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে।
দুপুর থেকে হামলা ও সংঘর্ষ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে অর্ধশত শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সার্বিক বিষয় নিয়ে জরুরি বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেল ৫টায় এ সভা শুরু হয়। এ সময় বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের হলের প্রাধ্যক্ষরা রাতভর হলে অবস্থান করবেন। মিটিংয়ে আমাদের আরো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি