ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল জানবেন যেভাবে
প্রকাশিত : ১৪:৫৫, ১৮ অক্টোবর ২০১৭
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোন থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এ ছাড়া ‘ক’ ইউনিটের শিক্ষার্থীরা যেকোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kh স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। ‘চ’ ইউনিট থেকে DU স্পেস cha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে পাশের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে পাশের হার ২ দশমিক ৭৫ শতাংশ। ‘ক` ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৪৫৩ শিক্ষার্থী এবং ‘চ’ ইউনিটে ১১ হাজার ৭২জন শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ নেয়।
আর/এআর
আরও পড়ুন