ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাবির ডিইউএসএস সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:৪১, ৫ আগস্ট ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটির (ডিইউএসএস) আয়োজনে বাৎসরিক বিজ্ঞান উৎসব “ডিইউএসএস সায়েন্স ফেস্টিভ্যাল-২০১৭”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল প্রমুখ।

উল্লেখ্য, সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী “ডিইউএসএস সায়েন্স ফেস্টিভ্যাল-২০১৭”-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি