দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন নিয়ে তোরজোড়
ঢাবির পরিবেশ পরিষদের বৈঠক চলছে
প্রকাশিত : ১৩:২৬, ২১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:০৯, ২১ জানুয়ারি ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধন এবং আচারণবিধি নিয়ে পরিবেশ পরিষদ বৈঠকে বসছে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে ওই সভা হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে গঠনতন্ত্র সংশোধন কমিটির পর এবার রিটার্নিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন আগামী মার্চ মাসে। গঠন করা হয়েছে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনী এবং নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ডাকসু নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সভা ডাকা হয়েছে। পরিবেশ পরিষদে তালিকাভুক্ত সব সংগঠনকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সর্বশেষ সভা হয় গত বছরের ১৮ সেপ্টেম্বর। সভা শেষে ডাকসু নির্বাচন এ বছরের মার্চে হতে পারে বলে আভাস দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
টিআর/
আরও পড়ুন