ঢাবির প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে বই প্রদান
প্রকাশিত : ২১:৪৮, ১৬ জুলাই ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. বিমল গুহ ১০টি বই প্রদান করেছেন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এসব বই হস্তান্তর করা হয়।
উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই বই হস্তান্তর অনুষ্ঠানে প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সুধাংশু শেখর রায় সহ বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বই প্রদানের জন্য ড. বিমল গুহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি একটি বিরল দৃষ্টান্ত। মুদ্রণ শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ সৃষ্টি তথা বিভাগের উন্নয়নে এসব বই কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের কারিকুলাম অনুযায়ী এসব বই যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা হয়।
আরও পড়ুন