ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাবির সাবেক উপাচার্যের সঙ্গে ইবি প্রশাসনের মতবিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১১ আগস্ট ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন এবং প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

শনিবার সকালে কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলনে যাওয়ার পথে ড. আরেফিন সিদ্দিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। তিনি ক্যাম্পাসে পৌঁছালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা তাকে স্বাগত জানান।

বিরতির এক ফাঁকে প্রো-ভাইস চ্যান্সেলর কার্যালয়ে ড. আরেফিন সিদ্দিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নসহ এখানে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হচ্ছে জেনে তিনি সন্তুষ প্রকাশ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোনও উন্নয়নে পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এরপর ড. আরেফিন সিদ্দিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস, এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মো. মোর্শেদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তবৃন্দ। মতবিনিময় শেষে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যাল পরিদর্শন শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি