ঢাবি অধিভুক্ত কলেজে স্নাতক ভর্তি আবেদন ২৫ অক্টোবর
প্রকাশিত : ১৯:১৬, ২২ অক্টোবর ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। একই সঙ্গে অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটও উদ্বোধন করা হবে।
চলতি বছর ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভূক্ত এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রীসহ এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।
আর
আরও পড়ুন