ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবি উপাচার্যের সাথে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গণিত বিভাগের অধ্যাপক তীর্থঙ্কর ভট্টাচার্য্য এবং একই ইনস্টিটিউটের চীফ রিসার্চ সায়েন্টিস্ট . এম আর ভাট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় প্রতিনিধিদল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এ উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি