ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি ফয়সাল, সম্পাদক আরাফাত-জাহিদ

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:২৪, ২৬ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। 

যে কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএম আবদুল্লাহ আল ফয়সাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল বিতর্ক ক্লাবের মধ্যে ১০টির ভোট পান। ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইভা পেয়েছেন ৮টি ভোট।

আর ৯ ভোট করে পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাহিদ (জিয়া হল) এবং মো. ইয়াছিন আরাফাত (বঙ্গবন্ধু হল)। গঠনতন্ত্র অনুযায়ী দু'জনে ছয় মাস করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। বাকি পদগুলোতে নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে।

পরে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিইউডিএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন।

এর আগে দুপুরে ১৮টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটাররা ভোট দেন। এ সময় ডিইউডিএস এর মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন পর্যবেক্ষক তাওহিদা জাহান এবং নির্বাচন কমিশনার রাকিব সিরাজী ও আব্দুল্লাহ আল মুতি আসাদ উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি