ঢাবি প্রশ্নপত্র ফাঁস : ছাত্রলীগের রানা বহিষ্কার
প্রকাশিত : ২২:০৭, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:০৮, ২০ অক্টোবর ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সিআইডি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদুল্লাহ হলে তার নিজ কক্ষ থেকে প্রশ্ন ফাঁসের উপযোগী ডিভাইসসহ আটক করে। তার কাছ থেকে জব্দ করা প্রশ্ন ফাঁসের বিভিন্ন অডিও, ভিডিও ক্লিপস। যা সিআইডির হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী। তিনি ছাড়াও ১৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে, শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, একটি বিশেষ কমিউনিকেশনস ডিভাইসের মাধ্যমে প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ৫ লাখ টাকার চুক্তি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন রানা। তার সহযোগী হিসেবে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন।
তিনি জানান, জালিয়াতির ঘটনায় আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন।
ডব্লিউএন
আরও পড়ুন