‘ঢাবি ভিসি বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন’
প্রকাশিত : ১৭:২৩, ১০ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২৪, ১০ জুলাই ২০১৮
(ফাইল ফটো)
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদী কর্মকাণ্ডের মিল আছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বক্তব্য রাখেন।
জয়নুল আবেদীন বলেন, ‘কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে ভাইস-চ্যান্সেলরের বক্তব্য রহস্যজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবী বিস্তৃত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সাধারণ ছাত্র-ছাত্রীরা সোচ্চার এবং সব মহল যখন এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে জঙ্গি সংগঠনের দিকে ঠেলে দিচ্ছে। এটা খুবই দুঃখজনক।’
আন্দোলনকারীদের ওপর অমানবিক হামলা ও তাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া কোনও সচেতন নাগরিক মেনে নিতে পারে না উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘ভিসির দায়িত্ব হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিধান করা। অথচ তিনি তা না করে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারের হীনস্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন।’
এই আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জয়নুল আবেদীন বলেন, ‘সরকারকে অনুরোধ করবো— কাল বিলম্ব না করে অনতিবিলম্বে দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করুন। এছাড়া,যারা গ্রেফতার হয়েছে, তাদের মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত ও পঙ্গু হয়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন।’
পাশাপাশি আন্দোলনকারীদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলে— সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহ-সম্পাদক কাজী মো.জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ প্রমুখ।
এসএইচ/
আরও পড়ুন