ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঢাবীর মুহসীন হল থেকে অস্ত্রসহ দু’জন আটক

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:০৩, ৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ০০:০৮, ৯ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলে একটি কক্ষে অভিযান চালিয়ে প্রক্টরিয়াল বডি পিস্তল, ফেনসিডিল, ধারালো অস্ত্র সহ দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত আটটার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার। অন্যজন বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-অর্থ সম্পাদক আবু বকর আলিফ। দুজনেই গত কমিটির ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের অনুসারী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

এসময় অভিযান চালানো ১২১ নম্বর কক্ষ থেকে ১টি পিস্তল (বুলেট ফুল লোডেড), ১ বোতল ফেনসিডিল, ২টি সিসি ক্যামেরা, ২টি বটি, ১ হাতুরী, ২টি লাঠি জব্ধ করে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি।

 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি