তথ্য-প্রযুক্তি খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে বলে জানিয়েছেন জয়
প্রকাশিত : ১৯:৩৩, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ২৮ জুলাই ২০১৬
বর্তমান সরকারের মেয়াদেই তথ্য-প্রযুক্তি খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ’বিপিও সামিট বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। জয় আশা প্রকাশ করে বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানী খাত পোশাক খাতকেও ভবিষ্যতে ছাড়িয়ে যাবে আইসিটি সেক্টর।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সেবাদান বা আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশের বর্তমান আয় প্রায় দুইশো মিলিয়ন ডলার। আর এখাতে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধ লক্ষ মানুষের।
সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিজনেস প্রোসেস আউটসোর্সিং- – বিপিও সামিট দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার আউটসোর্সিং এর উদ্যোক্তে আয়োজিত দু’দিন ব্যাপী এ সামিটের উদ্বোধণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে বিপিও খাতের উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, আউটসোর্সিং খাতে বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে। তবে, বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের অভ্যন্তরীন মার্কেটগুলোকে উন্নত করতে হবে।
২০২১ সালে মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের পাশাপাশি কমপক্ষে ১ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান জয়। এই সরকারের আমলেই বিলিয়ন ডলার রপ্তানি আয়েরও ঘোষনা দেন তিনি।
এই খাতের উন্নয়নে শিগগিরই ১০টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও ঘোষনা দেন সজীব ওয়াজেদ জয়। দু’দিন ব্যাপী বিপিও সামিটে ১২ টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন