ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত : ১৬:১২, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১২, ২৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রতিবাদে ৪ এপ্রিল দেশব্যাপী ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্র ইউনিয়ন। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের ঘটনায় এই প্রতিবাদ তার সহপাঠিদের। খুনি গ্রেপ্তার না হওয়ায় হতাশ তারা। তবে তনুর খুনিদের চিহ্নিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন কুমিল্লার এসপি। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার এসব কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তারা। তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন নেতারা এ আল্টিমেটাম দেন। ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন সোহাগী। হত্যার আগে তাকে ধর্ষন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি