ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তনুর মৃতদেহ পড়ে থাকার স্থানের আলামত পরিবর্তন হয়ে থাকতে পারেঃ মিজানুর রহমান

প্রকাশিত : ১৭:১৭, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৭, ৩১ মার্চ ২০১৬

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মৃতদেহ পড়ে থাকার স্থানের আলামত পরিবর্তন হয়ে থাকতে পারে, যা ন্যায় বিচারকে প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। mizanকুমিল্লা সেনানিবাসে তনুর মৃতদেহ পড়ে থাকার স্থান পরিদর্শন ও পরিবারের সাথে সাক্ষাত শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ২য় বার ময়নাতদন্তের প্রাসঙ্গিকতা তুলে ধরে প্রথম ময়নাতদন্তের অপ্রকাশিত রিপোর্ট নিয়ে শংকাও প্রকাশ করেন তিনি। ড. মিজান তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট যেন কেউ পরিবর্তন করতে না পারে। যদি করে থাকে তাহলে এর সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতিসতর্কতা দূর্বলতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তিনি বলেন, অতিসতর্কতা যেন কেউ অবলম্বন না করেন, যা অন্যভাবে তাদেরই দূর্বলতা হিসেবে মনে করা যেতে পারে। তিনি আরও বলেন, তনুর পরিবারের পাশে দাড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কিন্তু তথ্য সংগ্রহের নামে কোন সংস্থা যেন এমন কাজ না করেন যা এই বিপর্যস্ত পরিবারকে হয়রানির শামিল বলে মনে হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি