ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তপন চৌধুরীর ‘মায়ার বাঁধন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গানে গানে চার দশক পার করে এখনো গেয়ে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। এবার ‘মায়ার বাঁধন’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

এই গানটির কথা লিখেছেন এস আই শহীদ ও সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে গানটি মূলত বিরহ ফোক ধাঁচের।

গান প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ভারী মিষ্টি কথা ও সুরের একটা বিরহী গান। আমার বেশ ভালো লেগেছে। গানের গীতিকার এস আই শহীদ বলেন, সুরের উপর গান লেখা কঠিন একটি কাজ কিন্তু সুর হৃদয়গ্রাহী হওয়ার কারণে খুব বেশি কষ্ট হয়নি।

সুরকার আলাউদ্দিন মাহমুদ সামীর বলেন, এক কথায় অনবদ্য। শহীদ দারুণ লিখেছে। আর তপন চৌধুরীর গায়কীর কথা নতুন করে বলার কিছু নেই।

গানটি স্বরলিপি সিউজিকের ব্যানারে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি