ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তবুও সতীর্থদের পাশে পাচ্ছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৭ জুন ২০১৮

আর্জেন্টাইনসহ পৃথিবীর কোটি ভক্তের আশা ভরসার নাম মেসি। কিন্তু সেই মেসিই আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকবার পেনালটি শট থেকে গোল নিতে ব্যর্থ হন। বিগত ছয় বছরের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে মোট তিনবার পেনালটি শট মিস করেন মেসি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেল আর্জেন্টিনা। ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তাকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। মেসির শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইসল্যান্ডের গোলরক্ষক। জয়ে বিশ্বকাপ শুরুর সুযোগ বঞ্চিত হলো আর্জেন্টিনা। ১-১ গোলের এই ড্রর পর হয়তো সবচেয়ে বেশি হতাশা মেসির হৃদয়ে। কিন্তু পুরো দল তার পাশে থাকছে।

কোচ সাম্পাওলি বলেন, ‘পেনাল্টি মিস করার অনুভূতি তো অবশ্যই হতাশার। তবে এটি নিয়ে চিন্তার কিছু নেই। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের আরও আলাদা পরিকল্পনা বের করতে হবে ‘

আক্রমণভাগের সতীর্থ সের্হিয়ো আগুয়েরো বলেছেন, এই পেনাল্টি মিস প্রমাণ করল মেসি রক্তমাংসের মানুষ এবং তাকে সমর্থন দিয়ে যাবে দলের সবাই। কারণ আমাদের দিনটা ছিল খারাপ। কিন্তু আমরা জানি সে খেলার যে কোনও মুহূর্তে আমাদের জয় এনে দিতে পারে।

সূত্র: ইএসপিএনএফসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি