ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তবে কি এবার সত্যি অন্য গ্রহের প্রাণ? [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২০ নভেম্বর ২০১৮

টেক্সাসের আকাশে সম্প্রতি একটি নীল রঙের বিশাল আকৃতির ইউএফও দেখা গেছে। আমেরিকান মেটিওর সোসাইটির দাবি, তারা প্রায় ৯৫টি রিপোর্ট পেয়েছেন, যেখানে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, তারা নীল রঙের অতিকায় আগুনের বল দেখতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বেশির ভাগের অনুমান, এটি ইউএফও-ই। একজন প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও সোসাইটির পক্ষ থেকে প্রকাশও করা হয়েছে।

প্রসঙ্গত, নাসার পক্ষ থাকা জানানো হয়েছে, টেক্সাসের এই নীল আগুনের বলটির গতি ও অবস্থানের সঙ্গে কিছু দিন আগে ঘটে যাওয়া নর্থ টারউইডের উল্কাবর্ষণের মিল রয়েছে।

নাসার মতে, এই ধরণের উল্কাখণ্ড সাধারণত গ্রহাণুর অংশবিশেষ, যা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলেই ঘর্ষণের ফলে আগুনের বলে পরিণত হয়।

দেখুন ভিডিও...

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি