ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তরমুজ খায় যে কুমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৩ আগস্ট ২০১৯

দানবের মতো শরীর, সঙ্গে বিশাল হা৷ রসালো তরমুজ তাই সামান্য ৷ কামড় বসাতেই দুমড়ে মুচড়ে গেল তরমুজ ৷ গল্পটা ফ্লোরিডার এক দানব কুমিরের৷ তার নাম বম্বার৷ খবর ডয়েচে ভেলে’র।

সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্ম জুয়োলজিক্যাল পার্কে কুমিরটির বাস৷ কর্তৃপক্ষের দাবি, গোটা পার্কে সবচেয়ে বড় কুমির হলো বম্বার ৷ কয়েক দিন আগের কথা৷ জলে শরীর রেখে মাথা তুলে হা করলো বম্বার ৷ তার হা’য়ে ছোঁড়া হলো আস্ত একটা তরমুজ৷ মুহূর্তের মধ্যেই ভর্তা হয়ে গেল তরমুজটি ৷ আর বম্বারও ফিরে গেল জলে৷ 

কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্য পশুদের থেকে কুমিরের চোয়াল শক্ত৷ তাই তরমুজটি এক কামড়েই সাবাড় ৷

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্ম জুয়োলজিক্যাল পার্ক ৷ তরমুজে কামড় বসানোর অংশটি স্লো-মোশনে রাখায় আগ্রহীরা দেখেও মজা পাচ্ছেন বেশ ভালো ৷ তাই বেড়েই চলেছে ভিডিওটি দেখার সংখ্যা ৷

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি