ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নাটকপাড়ার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তিনি লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

তার এই অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছেও আশার পর’ নাটক দিয়ে শোবিজে তার যাত্রা শুরু হয়েছিল।

অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহবাজ সানী এবং নির্মাতাদের আস্থাও অর্জন করেন। চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করলেও তিনি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়, যা পরিচালনা করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি