ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তাইওয়ানে তাণ্ডব চালিয়ে চীনের দিকে যাচ্ছে টাইফুন হাইকুই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৩

তাইওয়ানে দুই দুই বার তাণ্ডব চালানোর পর এবার চীনের দিকে আগ্রসর হচ্ছে টাইফুন হাইকুই।

সোমবার আবহাওয়াবিদরা জানান, বর্তমানে দক্ষিণ চীন এবং হংকংয়ের দিকে যাচ্ছে ঝড়টি। তবে চীন পর্যন্ত পৌঁছাতে হাইকুই অনেকটাই দুর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

এদিকে রোববার তাইওয়ানের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড় হাইকুই। এতে আহত হন ৪০ জন। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। এছাড়া প্রবল বৃষ্টির কারণে অঞ্চলটিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। 

সংশ্লিষ্টরা জানান, ঝড়টি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ায় কোন প্রাণহানি ঘটেনি। এর আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে চার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। বাতিল করা হয়েছে বিমানের ২০০টি ফ্লাইট। 

পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজ ও অফিস। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি