ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

তাইওয়ান প্রণালীতে নৌবাহিনী মোতায়েনের ইঙ্গিত ইইউ’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৩ এপ্রিল ২০২৩

নিরাপত্তার স্বার্থে এবার তাইওয়ান প্রণালীতে নৌবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাকটর উৎপাদনে শীর্ষ দেশ তাইওয়ান অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। তাই ওই প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চান বোরেল। 

দু’সপ্তাহ আগে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওই প্রণালীতে তিনদিনের সামরিক মহড়া চালায় চীন। এতে পুরো দ্বীপ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। 

এদিকে সম্প্রতি চীন সফরে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউরোপের যুক্তরাষ্ট্রকে অনুসরণ করা উচিত নয় বলে মন্তব্য করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি